| To see and write Bangla | ইউনিকোডে বাংলা দেখা ও লেখা |


[স্বীকারোক্তি: ‘ইউনিকোডে বাংলা দেখা ও লেখা’ শিরোনামের এই পোস্টটির জন্য প্রাপ্য  সম্পূর্ণ কৃতজ্ঞতার দাবীদার বাংলা লেখক কমিউনিটি ব্লগ সচলায়তন । সচলাতয়নের ‘বাংলা লিখতে হলে’ পোস্টটাকে আপাত প্রয়োজনানুযায়ী কিঞ্চিৎ পরিবর্তন করে নির্বাচিত অংশ প্রায় হুবহু এখানে তুলে দেয়া হলো।]

বাংলা লিখতে হলে (To write Bangla)

বাংলা সেটআপ

বাংলা ঠিক মতো দেখাতে উইন্ডোজে কমপ্লেক্স স্ক্রীপ্ট ইন্সটল করতে হবে। না করা থাকলে,ফায়ারফক্স বা মোজিলা এবং কখনও কখনও ইন্টারনেট এক্সপ্লোরারও সমস্যা করে।

কমপ্লেক্স স্ক্রীপ্ট পাবেন এখানে বা এখানে

এবার প্রয়োজন একটি ভালো ইউনিকোড ফন্ট। ফন্ট পাবেন  এখানে । (অথবা রেপিডশেয়ার থেকে ইউনিকোড ফন্ট রার ফাইল পাবেন এখানে।) ফন্টটি ইন্সটল উইন্ডোজের ফন্ট ফোল্ডারে কপি করে কন্ট্রোল প্যানেলে গিয়ে ফন্টস এ ক্লিক করুন। তারপর F5 চাপ দিন দুবার। এতে ফন্ট রিফ্রেশ হবে।

এবার আপনার ব্রাউজারকে এই ফন্টটি কে চিনিয়ে দিন বাংলা বর্ণ হিসেবে।

ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করলে, টুলস >ইন্টারনেট অপশনস মেনুতে গিয়ে ফন্টস এ ক্লিক করুন। এবার ল্যাংগুয়েজ স্ক্রীপ্ট বেঙ্গলী এবং ওয়েবপেজ ফন্ট BNG সিলেক্ট করুন।

ফায়ারফক্স ব্যবহার করলে, টুলস > অপশনস মেনুতে গিয়ে কনটেন্টস ট্যাবে ক্লিক করুন। এবার ফন্টস অ্যান্ড কালারস সেকশনের অ্যাডভান্সড বাটনে ক্লিক করুন। এবার ফন্টস ফর = বেঙ্গলী, সেরিফ=BNG, স্যান সেরিফ=BNG এবং মনোস্পেস = BNG সিলেক্ট করুন ।

* ব্যস বাংলা সেটাপ হয়ে গেল।

অনেক সময় বাংলা লেখার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে  অভ্র বাংলা কিবোর্ড টুলটি ব্যবহার করতে পারেন । অভ্র (বিকল্প) অথবা অভ্র পোর্টেবল (বিকল্প) বাংলা কিবোর্ড টুল ডাউনলোড করুন এখান থেকে।

.

এছাড়া একটি অনলাইন লেখনী ও কনভার্টার পাবেন এখান থেকে

Bangla Unicode Setup in Windows PC

Step: 1
First of all, you need to install support for Windows complex script to view complex Asian characters like Bangla. You can download it from  here (alt). Run it and install.

Step: 2
Install an Unicode Bangla font. You can download a nice Bangla font from here. (or from RapidShare Unicode font rar file here.) Download it and copy that file into Control Panel > Fonts. After copying the font press F5 twice. It will refresh the font list Window.

Step 3
Configure you browser so that it uses your newly installed Bangla unicode font.

1. For Internet Explorer user, go to Tools > Internet Options. Click on the Fonts button. Then select Language Script : Bengali, Webpage font: BNG. Click Ok.

2. For Firefox user, go to Tool > Options. Then go to Contents tab. Click on the Advanced under Fonts and Colors option. Select Fonts for Bengali, and select BNG as Serif, San serif and Monospace font.

You are DONE after browser configuration.

For more in this issue under different Operating systems, visit this Wikipedia page.

How to write Bangla in any Blog

* You can use install  Avro (alt) or Avro Portable (alt) to write Bangla in any blog.

.

Otherwise you may have a writer and also a converter from HERE .

(Thanks to Hasib for providing the English translation)

Extra Bonus : Direct download, If necessary!

01. Unicode Font : Only Solaiman Lipi. rar file.

02. Unicode Font : itxbeng. zip file.

03. Unicode Fonts : iComplex_2.0.0. rar file.

04. Avro-Portable : setup_avrokeyboard_4.5.1. rar file.

05. Combind Fonts : All of English and Bengali with Normal and Unicode Fonts_ rar folder.

Feel free to enjoy in Bangla.

Useful Software & Fonts for Windows.